মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার

অনলাইন ডেস্ক | আপডেট: সোমবার, জানুয়ারী ২০, ২০২৫

ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার
মোটরসাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপ খাতের ভ্যাট আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ সোমবার (২০ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সঙ্গে আলোচনা শেষে এনবিআর থেকে এই ঘোষণা দেয়া হয়।

এনবিআর জানায়, ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ ওয়ার্কশপে ভ্যাট ১০ শতাংশই থাকছে।

গত ৯ জানুয়ারি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করে। অর্থবছরের মাঝখানে এসে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলার মতো বিভিন্ন পণ্য ও সেবায় এই ভ্যাট-শুল্ক আরোপে ব্যাপক সমালোচনা শুরু হয়। জনসাধারণ, ব্যবসায়ী, অর্থনীতিবিদেরা সবাই এর বিরোধিতা করছেন।

বিভিন্ন মহলের সমালোচনা ও সংশ্লিষ্টদের আন্দোলনের মুখে ইতোমধ্যে রেস্তোরাঁ সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এনবিআর। পাশাপাশি তৈরি পোশাক ও মিষ্টি, নন-এসি হোটেল এবং ওষুধ ও মোবাইল খাতের ওপর ভ্যাট কমানোতে রাজি এনবিআর।

এনবিআরের দেওয়া তথ্যমতে, হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। তবে এসব বিষয় আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে ঘোষণা করা হয়নি।
0 Comments